বেধড়ক পিটিয়ে শাহআলম নামের এক কৃষককে হত্যা করেছে দূর্বৃত্তরা। সে যশোর সদর উপজেলার কচুয়া গ্রামের মহাসিন খলিফার ছেলে। এ সময় তার সহযোগী জিল্লুর রহমানকেও পিটিয়ে আহত করে। তাকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন জিল্লুর রহমান সাংবাদিকদের জানান,২২ সেপ্টেম্বর রোববার রাতে কচুয়া মধ্যপাড়া গ্রামের বিলের মধ্যে ধানে পানি দিতে যায় কৃষক শাহআলম ও তার সহযোগী জিল্লুর রহমান। ওই দিন দিবাগত রাত ১১ টায় সদর উপজেলার হামিদপুর গ্রামের আরমানসহ ৬জন মাছ চুরির অভিযোগে শাহআলম ও তার সহযোগী জিল্লুর রহমানকে ভোর রাত পর্যন্ত পেটাতে থাকে। শাহ আলমের অবস্থা খারাপ হওয়ায় ওই ৬ যুবক দ্রুত পালিয়ে যায়। সোমবার ২৩ সেপ্টেম্বর সকালে পরিবারের লোকজন খবর পেয়ে শাহ আলম ও জিল্লুর রহমানকে উদ্ধার করে পথিমধ্যে শাহআলম মারা যায়। এ সময় আহত অবস্থায় জিল্লুর রহমানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ গোলাম মোর্ত্তজা জানান,সংবাদ পেয়ে কচুয়া গ্রামের গিয়ে জানতে পারেন শাহ আলমকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন। তবে কি কারণে হত্যা করা হয়েছে এবং কারা ঘটিয়েছে সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।