পরিকল্পনা মন্ত্রনালয়ের সংস্থাপন সচিব আবুল কালাম আজাদ বলেছেন,কোন শিক্ষা প্রতিষ্ঠানকে এ গ্রেড পর্যায়ে নিয়ে যেতে হলে সকল শিক্ষকদের দক্ষ, আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। সেই দায়িত্বশীল থেকে প্রতিষ্ঠানের শিক্ষার মান বাড়াতে কাজ করলে, তবে শিক্ষা প্রতিষ্ঠান ভালো পর্যায়ে পৌছায়। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা দিয়ে ভালো পর্যায়ে পৌছালে সরকারের নজর পরে। তখন সরকারের আগ্রহ সৃষ্টি হয় অবকাঠামো উন্নয়নে। গতকাল সকালে মাহিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ পরিদর্শন ও শিক্ষকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মাহিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজর অধ্যক্ষ জাহানারা বেগম, রংপুর কালেক্টরেট স্কুল এ- কলেজের অধ্যক্ষ মঞ্জুআরা পারভীন। অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি রামকৃষ্ণ সোমানী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুরের উপ-সহকারী প্রকৌশলী আবু তাহের, সহকারী প্রকৌশলী মেহেদী হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ। মাহিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ পরিদর্শন ও শিক্ষকদের সাথে মতবিনিময়কালে তিনি অত্র প্রতিষ্ঠানের সার্বিক প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে সহেযাগিতার আশ্বাস দেন।