মুজিববর্ষ ২০২০ ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় ও রংপুর জেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুকুরিয়া পারভীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সৈয়দ এনামুল কবীর, রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, রংপুরের অতিরিক্ত সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সাবেক প্রফেসর মোহাম্মদ শাহ আলম। সেমিনারে মুজিববর্ষ ২০২০ সালে বাংলাদেশ সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হলে কি কি সুবিধা বাংলাদেশের মানুষ পাবে তা তুলে ধরে একটি উপস্থাপনা তুলে ধরা হয়। সেই সাথে মুজিববর্ষ ২০২০ ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয় কি কি তাও তুলে ধরা হয়। পরে সকল অংশগ্রহণকারীদের নিয়ে একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সেমিনারে সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাবিদ, উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, শিক্ষার্থী অংশ নেন।