মোল্লাহাটে অসহায় হতদরিদ্র পরিবারের এক কিশোরী (১৪)’কে ধরে নিয়ে প্রায় ২৪’ঘন্টা আটক রেখে চার যুবক কর্তৃক গণ ধর্ষণ ও পরবর্তীতে ঐ ঘটনার ভিডিও প্রচার বিষয়ে প্রতিকারের আশায় থানায় অভিযোগের দুইদিন পর স্থানীয় সালিশ সভায় রফাদফার অভিযোগ পাওয়া গেছে। এ সালিশ বৈঠকের মাধ্যমে ভিকটিমের অসহায় অভিভাবকদের কাছে ধর্ষণের মূল্য হিসাবে পঁঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে। ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে উপজেলার গাংনী রহমত পাড়া এলাকার কালনের ঘেরে। ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকমাস পূর্বে সন্ধায় ভিকটিমকে বাড়ীর কাছের রাস্তা থেকে জোর পূর্বক একটি ভ্যানে তুলে গাংনী রহমত পাড়া এলাকার কালোনের ঘেরে নিয়ে যায় ওই এলাকার চার যুবক। এরপর কিশোরীর দুইহাত পেছনে বেধে তাকে পালাক্রমে ধর্ষণ করে তারা। ওইরাত এবং ও পরেরদিন সন্ধা পর্যন্ত মেয়েটির ওপর চলে পৈশাচিক অত্যাচার। প্রায় ২৪ঘন্টা আটক রেখে ধর্ষণ এবং তা ভিডিও করে পরদিন সন্ধায় ভয়ভীতি দেখিয়ে ঘটনা কাউকে না বলার শর্তে ভিকটিমকে বাড়ীতে পৌছে দেয় তারা। অসহায় ঐ পরিবারটি ধর্ষকদের ভয়ে কাউকে কিছু না জানিয়ে চুপ থাকে। সম্প্রতি জামির নামে জনৈক ঘটকের মাধ্যমে ঐ মেয়ের বিয়ের মেহমান আসে, বিষয়টি জানতে পেরে ধর্ষকরা ওই বাড়িতে আসে এবং ধর্ষণের ভিডিও উপস্থিত মেহমানদের দেখায়। ফলে মেহমানরা দ্রুত ঐ বাড়ী ছেড়ে চলে যায়। এখানেই খ্যান্ত হয়নি, জোর পূর্বক ধর্ষনের ঘটনার ভিডিও এলাকায় ছড়িয়ে দেয় তারা। একপর্যায়ে নিরুপায় হয়ে ঘটক জামিরের সহযোগিতায় গত ১৬ সেপ্টেম্বর মোল্লাহাট থানায় অভিযোগ করা হয়। এর দুইদিন পর ১৮ সেপ্টেম্বর স্থানীয় কয়েক প্রভাবশালী গাংনী বাজারে বসে ধর্ষণের মূল্য হিসাবে পরিবারটিকে পঁঞ্চাশ হাজার টাকা দিয়ে রফাদফা করে। উল্লেখ্য, ওইদিন ভিকটিমকেসহ থানায় যেয়ে অভিযোগ প্রত্যাহার করা হয়। এরপর গত ১৭ সেপ্টেম্বর অসহায় ঐ পরিবারের ভিকটিম এবং তার খালা ও মামার কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। এসব কারণে ওই পরিবারটি এখন ভীতসন্ত্রস্থ। ভিকটিম পরিবার জানায়, তারা চরম অসহায়, তাদের লোকবল টাকা কিছুই নাই, তাই তারা মিটে গেছে, টাকা না পেলেও মিট ছাড়া তাদের উপায় নাই। এর বিচার চাইলে ওই এলাকায় তারা থাকতে পারবেনা বলেও জানায়।
এ বিষয়ে স্থানীয় গাংনী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ শহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মীনা খায়রুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আ: ছালাম শেখ, ৭নং ওয়ার্ড আওমী লীগ সভাপতি আজম খান, বীর মুক্তিযোদ্ধা সিকদার নজরুল ইসলাম, ৬ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মো: ফারুখ শেখ, ছাত্রলীগ নেতা মো: হাদিস খান ও মুক্তিযোদ্ধা লুৎফর শেখ সহ অনেকে বলেন, জোরপূর্বক ধর্ষণের ভিডিও এলাকায় ছড়িেিয় পড়েছে, পৈশাচিক এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হওয়া জরুরী। অন্যথায় এমন প্রকাশ্য জঘন্য অপরাধমূলক কর্মকা- সমাজকে গ্রাস করে ফেলবে। তাই এর থেকে উত্তোরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণে জোর দাবী জানান তারা।