গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারী রাস্তার কাজের বাধা দেয়ার প্রতিবাদ করায় প্লেটর ড্রাইভার ও হেলপারকে মারধর করে গুরুত্বর আহত করায় ঠিকাদার কর্তৃক থানায় মামলা।
মামলা সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন গাইবান্ধা টু বড়দহ ভায়া নাকাইহাট রাস্তার প্রশস্ত ও পাকা করনের কাজ প্রায় ৩ মাস পূর্ব থেকে কাজ শুরু করে। বর্তমানে নাকাই হাট বন্দরে রাস্তার ঢালায়ের কাজ চলা কালে গত ২২ সেপ্টেম্বর রোববার সকাল অনুমান ৮ টার সময় রাস্তার কাজে নিয়োজিত শ্রমিকরা স্থানীয় সান ট্রের্ডাসের সামনে কাজ করতে ধরলে সান ট্রের্ডাসের সত্বাধিকারী সান ও তার কর্মচারীরা বাধা প্রদান করে। কাজের বাধা প্রদানের প্রতিবাদ করায় সান ও তার কর্মচারীরা রাস্তার কাজে নিয়োজিত প্লেটর ড্রাইভার সুমন ও হেলপার রিয়াজকে মারপিট করে গুরত্বর আহত করে গুদানঘরে তুলে আটক করে রাখে। বিষয়টি ঠিকাদার মতলুর রহমান গোবিন্দগঞ্জ থানায় অবগত করলে এস আই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। আহত প্লেটর ড্রাইভার সুমনের অবস্থ্যা গুরুত্বর দেখে কর্তব্যরত ডাক্তার তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে ঠিকাদার মতলুবর রহমান বাদী হয়ে সান ট্রের্ডাসের সত্বাধিকারী সান ও তার কর্মচারীরাসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ৪২ নং মামলা দায়ের করেন।