বেগমগঞ্জ উপজেলার গোপালপুর নতুন বাজারে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকালে। জানা যায়, সম্প্রতি গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের উপর বহিরাগতরা হামলা করে। এ নিয়ে স্কুল পরিচালনা পরিষদ ও অভিভাবকরা সভাপতির হস্তক্ষেপ কামনা করেন। রোববার স্কুল সভাপতি নোয়াখালী-০৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মামুনুর রশিদ কিরন পরিচালনা পরিষদ ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে স্কুল হলরুমে বৈঠকে বসেন। এমপির সাথে সাক্ষাৎ করতে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগ সদস্য, দ্বীন ইসলাম তার কর্মী সমর্থকদের নিয়ে আসার পথে স্থানীয় যুবলীগের সাথে বাকবিতন্ড হয়। একপর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। বেগমগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় একজনকে আটক করা হয় বলে ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান।