জাতী-ধর্ম-বর্ণসহ সকল বিভেদ পিছনে ফেলে নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাচাঁতে এগিয়ে আসে এক ঝাঁক তরুণ-তরুণী ও যুবকর্মী।
রক্তের প্রয়োজনে যে কেউ ফোন করলে তারা নিজেরাই রক্ত দিতে চলে যায় অথবা কাউকে রক্তদানে উৎসাহী করে রক্তের চাহিদা মিটিয়ে দেন।
এছাড়াও ‘মানব সেবায় আমরা’র প্রায় ২ শতাধিক ভলান্টিয়ার রয়েছে। ডোনাররা কমপক্ষে ৫-৭বার রক্তদান করেছেন। তারা রক্তদানে বিভিন্নজনকে উৎসাহীত ও বিনা পয়সায় রক্তের গ্রুপ নির্ণয়ও করে দেন।
আর এ কাজটি করে আসছে ‘মানব সেবায় আমরা’ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে মো. রশিদুল ইসলাম ও সহ-প্রতিষ্ঠাতা মো. মহসিন আলী প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ সংগঠনের সভাপতির দায়িত্বে মো. হাবিবুর রহমান হাবিব এবং সার্বিকভাবে পরিচালনা করছেন মো. আব্দুল্লাহ আল হাবিব।
প্রতিষ্ঠার পর থেকে ‘মানব সেবায় আমরা’র প্রায় সহস্রাধিক রক্তদাতা সদস্য রয়েছে। তারা দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সৈয়দপুর, নীলফামারী, রংপুর, বগুড়া, ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে স্বেচ্ছায় রক্তদান করেছেন।
জানা যায়, সংগঠনের পক্ষে রক্তদানে অন্যতম প্রতিষ্ঠাতা ২৮বছর বয়সী মো. রশিদুল ইসলাম। তিনি এ পর্যন্ত ২২ বার ‘এ’ পজেটিভ রক্ত দিয়েছেন। সহ-প্রতিষ্ঠাতা মো. মহসিন আলী ১৯ বার ‘ও’ পজেটিভ, সভাপতি হাবিবুর রহমান হাবিব ২১ বার ‘ও’ পজেটিভ রক্ত দান করেছেন। এ ছাড়া সংগঠনের মো. মিরাজুল ইসলাম সোহাগ ২০ বার ‘এ’ পজেটিভ, মাসুদ সরকার ২০ বার ‘বি’ পজেটিভ, মো. সবুজ ১৩ বার ‘বি’ পজেটিভ, ফাল্গুণী রায় ৭-৮ বার ‘এবি’ পজেটিভ রক্ত দিয়েছেন। এছাড়াও এসংগঠনের অন্যান্য সদস্যরাও কমপক্ষে ৭-৮ বার করে স্বেচ্ছায় রক্তদান করেছেন।
সংগঠনের পরিচালক মো. আব্দুল্লাহ আল হাবিব জানান, আমরা চাই আমাদের দেয়া রক্তে বেঁচে উঠুক মুমূর্ষু রোগীরা। তাদের এই বেঁচে যাওয়াই আমাদের প্রাণে প্রশান্তি জোগায়। এ ছাড়াও কোনো প্রসূতি মায়ের জন্য রক্তদানের ক্ষেত্রে তার নিকটতম আত্মীয়দের এগিয়ে আসা উচিত।
সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব বলেন, রক্তদানের মতো এমন মহৎ কাজে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তাহলেই কেউ আর রক্তের জন্য মৃত্যুবরণ করবে না।