রাজশাহীর বাঘায় ৬০০ গ্রাম গাঁজাসহ পৃথক অভিযানে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ৩ জন বিক্রেতা ও একজন সেবনকারী। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাদের আটক করা হয়।
জানা যায়, সোমবার সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চক নারায়নপুর পাকা রাস্তার পাশ থেকে লালপুর উপজেলার গন্ডবিল গ্রামের সইমুদ্দিন প্রামানিকের ছেলে আবদুল মান্নান (৪২) এবং মুক্তার হোসেনের ছেলে শহিদুল ইসলামকে (৪০) ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অপর দিকে উপজেলার কিশোরপুর গ্রামের আজিবর রহমানের ছেলে সজীব হোসেন (২০) এবং সাজাহানের ছেলে শাহিন আলীকে (১৯) পুলিশ আটক করে ১০০ গ্রাম গাঁজাসহ। এরমধ্যে সজীব হোসেন সেবনকারি বলে পুলিশ জানায়।
এ বিষয়ে বাঘা থানা কর্মকর্তা ইনজার্জ (ওসি) নজরুল ইসলাম জানান ,এ ঘটনায় মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে অভিযুক্তদের আদালতের মধ্যমে জেল হাজতে প্রেরণ করা হযেছে।