জননেত্রী সৈনিকলীগের চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ সেলিম বলেছেন- জনগণ থেকে কখনো বিচ্ছিন্ন হবোনা। অতীতে সাধারণ মানুষের পাশে ছিলাম, সামনেও থাকবো। যতই বাধা আসুক; মানুষের জন্য কাজ অব্যাহত রাখবো। যারা সন্ত্রাস এবং লুটপাট চালায়, তারা কখনো দেশ এবং জনগণের বন্ধু হতে পারেনা। মানুষকে ভালবাসার মধ্যে দিয়েই প্রকৃত বিনোদন পাওয়া যায়। আর হিংসা করলে নিজেরই ক্ষতি হয়। পদ হারালে অনেক জনপ্রতিনিধি তা বুঝতে পারেন। এজন্য সময় থাকতে ভাল কাজ করা উচিত। একই সঙ্গে অন্যকেও ভাল কাজে উৎসাহিত করা উচিত। যারা গরীব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করেন, তাদেরকে আমি পছন্দ করি। কারণ, আমি নিজে অন্যায়কে প্রশ্রয় দিইনা। সন্ত্রাস ও দুর্নীতিকে বরাবরেই ঘৃণা করি। এজন্য মানুষ আমাকে প্রচ- ভালবাসেন। তাদেরই টানে আমি যতই ব্যস্ত থাকি শহরের নানা জায়গায় ছুটে যাই।
সোমবার সকালে শীর্ষ অনলাইন সংবাদ সংস্থা এফএনএসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। এ সময় এক প্রশ্নের জবাবে সেলিম বলেন, বর্তমানে মদ, জুয়া, ইয়াবা, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে স্বাগত জানাই। একই সঙ্গে সারা দেশে ব্যাপক উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাকেও অভিনন্দন জানাচ্ছি। চট্টগ্রামে ব্যাটারী চালিত অবৈধ রিক্সার চলাচল প্রসঙ্গে মোহাম্মদ সেলিম বলেন, উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে চট্টগ্রামে ব্যাটারী চালিত রিক্সা চলাচল করছে। এতে আমি উদ্বেগ প্রকাশ করছি। এসব রিক্সার মালিকরা শহরে শিশুদের দিয়েই রিক্সা চালাচ্ছেন। এতে একদিকে বিদ্যুৎ অপচয় হচ্ছে। অন্যদিকে দুর্ঘটনাও বাড়ছে। আবার কিছু কিছু রিক্সা গ্যারেজের ট্রেড লাইসেন্সও নেই। ব্যাঙ্গের ছাতার মত গজিয়ে উঠা লাইসেন্স বিহীন অবৈধ রিক্সা গ্যারেজ গুলোতে জুয়ার আসর চলে। এতে নেই কোন প্রশাসনিক অভিযানও। অথচ সেখানে বিএনপি-জামায়াতের পরিচয়ে কথিত শ্রমিক নেতারা মাসে মাসে চাঁদা আদায় করছেন। অত্যন্ত পরিতাপের বিষয় এসব প্রশাসন দেখেও নিরব রয়েছেন। আমরা ইতঃপূর্বে অবৈধ রিক্সা বন্ধের দাবিতে ১৫দিনের আল্টিমেটাম দিয়েছি। ওই সময়ের পর রিক্সা চলাচল করলে শ্রমিকদের নিয়ে প্রয়োজনে রাজপথে নেমে যাবো।
সূত্র জানায়, বিগত অন্তত ৪৫বছর আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন চট্টগ্রামের হালিশহরের শ্রমিকলীগ নেতা মোহাম্মদ সেলিম। ওই সময়ে বহুবার মামলা-হামলার শিকার হয়েছেন। তবুও আদর্শ থেকে পিছপা হননি তিনি। একসময় অর্থনৈতিক অবস্থা চাঙ্গা থাকার কারণে তিনি দলের জন্য টাকা এবং সময় ব্যয় করেছেন নিঃস্বার্থভাবে। কিন্তু বর্তমানে নানা সংকটে পড়েছেন সেলিম। চট্টগ্রামের ৪১ওয়ার্ডে তাঁর পদচারণা রয়েছে। কেন্দ্রীয় এবং মহানগরের একাধিক নেতৃবৃন্দের সাথে তাঁর সু-সম্পর্ক রয়েছে। মোহাম্মদ সেলিম চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিকলীগের সভাপতি, চট্টগ্রাম মেট্রোপলিটন রিক্সা চালক-মালিক সমন্বয় পরিষদের সভাপতি, বাংলাদেশ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার বহুমূখী কল্যাণ সমিতির মাটিরাঙ্গা শাখার সভাপতি, সাপ্তাহিক আলোকিত সৌরভের উপদেষ্টা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করছেন।
মোহাম্মদ সেলিম ইতোমধ্যে বহু ছেলে-মেয়েকে লেখাপড়ায় সহযোগিতা করেছেন। আবার অসুস্থ গরীব রোগীদেরও তিনি সাহায্য করেন। একইসঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানেও তিনি সহযোগিতা করায় মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন। বিগত সিটি নির্বাচনে তিনি মেয়র প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেন। পরে দলীয় সীদ্ধান্ত মোতাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের পক্ষে মাঠে কাজ করেন। সেলিমের বন্ধুরা জানান, দুঃখের বিষয় বিএনপি-জামায়াত সমর্থিত শ্রমিক নেতারা সরকারি নানা সুবিধা পেলেও দলের জন্য ত্যাগ শিকার করেও এ পর্যন্ত কোন মূল্যায়ন পাননি সেলিম। চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিকলীগের প্রত্যেক ওয়ার্ডের কমিটিতে কয়েক হাজার নেতাকর্মীও রয়েছেন। ওই সংগঠনের প্রধান কার্যালয় হালিশহরের সবুজবাগের খাঁন বাড়ী এলাকায়। এখান থেকে সংগঠনের নানাবিধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। জননেত্রী সৈনিকলীগের চট্টগ্রাম বিভাগের ৪১সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক মনোনীত হওয়ার পর তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিনিয়ত শহরের নানা জায়গায় ওই সংগঠনকে মজবুত করার জন্য তিনি ছুটে চলেছেন। অর্থ ব্যয় করছেন। এই বিষয়ে দলীয় হাইকমান্ডের নেতৃবৃন্দ সুদৃষ্টি দেবেন বলে সেলিম অত্যন্ত আশাবাদী। ওই সংগঠনের সদস্য হতে আগ্রহীদেরকে আহ্বায়ক মো. সেলিমের (০১৫৫৩-১৩৪৬৬৭) সাথে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।