জেলার চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের রাজিবপুর গ্রাম আদালত কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। গত বুধবার বেলা ১০টায় জেলা প্রশাসক মহোদয় গ্রাম আদালত পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট জিলুফা সুলতানা,রৌমারী ইউএনও দীপন্কর রায় ,রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান। চর রাজিবপুর উপজেলা সমন্বয়কারী শারমীন নাহারের উপস্থিতিতে গ্রাম আদালতের সকল নথিপত্র যাচাই-বাচাই করেন জেলা প্রশাসক। কাগজপত্র যাচাই-বাচাই করে জেলা প্রশাসক খুশি হন। কারণ রাজিবপুর ও রৌমারীতে গ্রাম আদালতের কার্যক্রম ভালভাবে পরিচালিত হচ্ছে। গ্রাম আদালত চালু হওয়ার পর থেকে রাজিবপুরে গ্রাম্য বিচার ও পুলিশের হয়রানী কমেছে বলে জানা গেছে।