দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে ১১০ বোতল ফেন্সিডিল ও এক কেজি গাজাঁসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়ন বছিরবানিয়া বাজার থেকে শহরের পুরাতন বাজার জাহাঙ্গীরনগর মহল্লার লুৎফর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৪০), হাবড়া ইউনিয়নের মরনাই গ্রামের পানের বরজ ভেতর থেকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কাটামারী গ্রামের ইয়াকুব আলীর ছেলে নাজমুল হক (৩২), একই গ্রামের মমতাজ আলীর ছেলে সাদেকুল ইসলাম (৩০) ও হাবড়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ফজলুল হকের ছেলে সামিউল ইসলাম (২৪) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১০ বোতল ফেন্সিডিল ও এক কেজি গাজাঁ উদ্ধার করা হয়।
পার্বতীপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো: মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে দুটি মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।