নীলফামারীর ডোমার উপজেলায় ছবিযুক্ত ভোটার তালিকা হালনাগাদের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চিলাহাটি মার্টেন্ট উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে এ সময় নির্বাচন কর্মকর্তা আবদুর রহিম, ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান একরামুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিদ্যমান ভোটার এক লক্ষ ৭৫ হাজার ২৪২ জন, নতুন ভোটার নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহ করেছেন ১৬ হাজার ৪৯৮ জন এবং রেজিস্টারে অন্তর্ভূক্ত অনুপস্থিত ভোটার ছয় হাজার ৪২ জন ভোটার রয়েছে।