নীলফামারীর ডোমার উপজেলায় ভিজিডি কর্মসুচির কর্মীদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক দুই দিনের কর্মসুচির সমাপ্ত হয়েছে। সোমবার বিকাল তিন টার দিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন বরগুনা উইমেন ডেভেলপমেন্ট সোসাইটি এর আয়োজন করে। সংস্থার চেয়ারম্যান বিকাশ কুমার শিকদারের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় সংস্থার কর্মকর্তা মো: সাজ্জাদ চৌধুরী জয়, জাকিরুল নয়ন চৌধুরী উপস্থিত থেকে বক্তব্য রাখেন। দুই দিনের কর্মশালায় প্রায় অর্ধ্য শতাধীক উপকারভোগী অংশ নেয়।