নোয়াখালীর সেনবাগে উপজেলা পরিষদ স্টাফ কোয়াটারের কর্নফুলী ভবনের নিচ তলায় উপজেলা একাউন্টন্স কর্মকর্তা আবদুল মমিনের সরকারি বাসায় এক দুর্র্ধষ চুরি সংঘঠিত হয়েছে। এ সময় সঙ্গবদ্ধ চোরের দল মমিনের পরিবারের সদস্যদের অনুস্থিতিতে ওই বাসার কক্ষের দরজার তালা কেটে ভিতরে ডুকে আলমিরা, শো-কেইচ ও ওয়াড্রপের তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ওই চুরির ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক পৌনে ১০টারদিকে। তবে, কি পরিমান মালামাল খোয়া গেছে তা এ রির্পোট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখতে পেয়ে তাদেরকে খবর দিলে তা জানাজানি হয়। ঘটনার সময় একাউন্টস কর্মকর্তা মমিন ছিলেন চট্টগ্রামে অপর দিকে তার স্ত্রী স্কুল শিক্ষিকা ছায়েরা খাতুন ছিলেন সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
্এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানায় এধরণের কোন ঘটনা থানায় কেউ অবহিত করেনী।