জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় এক ভূয়া দন্ত চিকিৎসককে তিন মাসের জেল প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গত ২২ সেপ্টেম্বর রোববার রাতে এ সাজা প্রদান করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাচিষ্ট্রেট মো.তামীম আল ইয়ামীন। জামালপুর র্যাব-১৪, সিপিসি-১ এর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার এ তথ্য নিশ্চিত করেন।
জামালপুর র্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে র্যাবের একটি দল উপজেলার গাজীপুর বাজার এলাকায় স্বাধীন মেডিকেল হল ফার্মেসীতে অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যরা ফার্মেসীর ভিতরে দায়িত্ব পালন করা অবস্থায় মোঃ শাহজাহান আলী (৪১)কে আটক করে। আটককৃত মোঃ শাহজাহান আলী বাংলাদেশ মেডিকেল এ- ডেন্টাল কাউন্সিলের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ড়েন্টাল কাউন্সিল আইন- ২০১০ এর ২৯ ধারা মোতাবেক ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। সাজাপ্রাপ্ত মোঃ শাহজাহান আলী মেলান্দহ উপজেলার কাপাসহাটিয়া গ্রামের মো.বাহারাম মন্ডলের ছেলে।