সরকারের প্রতিরোধের প্রচেষ্ঠায় ঢাকাসহ শহর এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আসলেও পল্লী অঞ্চলগুলোতে এখনও নিয়ন্ত্রণ হয়নি। স্বরূপকাঠী উপজেলায় ডেঙ্গুর প্রভাব দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দু’জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। এ নিয়ে গত দু’দিনে তিনজন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। রোগীরা ডাক্তারের শরনাপন্ন হয়ে প্যাথলজি টেষ্ট করে ডেঙ্গু ধরা পড়লেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে ছুটে যাচ্ছেন। তবে স্বরূপকাঠী স্বাস্থ্য কমপ্লেক্সর ডাক্তাররা বলছেন, ডেঙ্গুর চিকিৎসা তেমন কিছু জটিল নয়। জ¦র নিয়ে রোগীরা হাসপাতালে এসে টেষ্ট করিয়ে ডেঙ্গু ধরা পড়লেই সবাই আতঙ্গে বরিশাল শেবাচিমে যাচ্ছেন।
হাসপাতালের ডাক্তার মো. আসাদুজ্জামান বলেন, যারা এখানে ডেঙ্গু জ¦র নিয়ে যারা আসছেন তারা ঢাকা থেকে এডিস মশার কামড় খেয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আসছেন। তিনি বলেন, সাধারণত কাউকে এডিস মশায় কামড়ালে চার থেকে পাঁচ দিনের মধ্যে তার শরীরে জ¦র দেখা দেয়। তবে কোন কোন ক্ষেত্রে শরীরে জ¦র আসতে ১০ থেকে ১২ দিনও সময় লেগে যেতে পারে। এ পর্যন্ত যারা এখানে চিকিৎসা নিতে এসেছেন তাদের সাথে কথা বলে জানা গেছে তারা জ¦রে আক্রান্ত হওয়ার পূর্বে ঢাকা থেকে এসেছেন। আবার কেউবা ঢাকার স্থায়ী বাসিন্দা হয়ে গ্রামে বেড়াতে এসেছেন।
গত সোমবার সকালে উপজেলার হরিহরকাঠি গ্রামের মো. মোজাহার আলীর মিয়ার ছেলে সোহেল (১৮) নামে শরীরে জ¦র নিয়ে আসেন হাসপাতালের ডাক্তার আসাদুজ্জামানের কাছে। এ সময় ডাক্তার তাকে প্যাথলজি টেষ্ট করিয়ে দেখাতে বলেন। টেষ্টে সোহেলের শরীরে ডেঙ্গুর প্রমান মিলে। ডাক্তারের পরামর্শে তার স্বজনরা অনেকটা আতঙ্কে সোহেলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবচিমে নিয়ে যান। তবে বর্তমানে সোহেলে শারীরিক অবস্থা মোটামুটি ভাল আছে বলে জানান তার বড় ভাই মো. রুবেল হোসেন। একই দিন সকালে নান্দুহার গ্রাম থেকে মুশফিকুর রহিম (১১) নামে এক ছেলে জ¦র নিয়ে ডাক্তারি পরামর্শে হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল থেকে তার প্যাথলজি টেষ্ট করে শরীরে ডেঙ্গু জ¦রের প্রমান মিলে। ডেঙ্গু জ¦রের কথা শুনে মুশফিকের স্বজনরা আতঙ্কে তাকেও বরিশাল শেবাচিমে নিয়ে যান। ২৪ ঘন্টা যেতে না যেতেই মঙ্গলবার সকালে সোহাগদল গ্রাম থেকে মাইনুল হাসান (২০) নামে আরেক রোগী শরীরে ডেঙ্গু জ¦র নিয়ে হাসপাতালে ভর্তি হন। কর্তব্যরত ডাক্তার আসাদুজ্জামান তাকে বরিশালে রেফার্ড করেন।
এ ব্যাপারে স্বরূপকাঠী স্বাস্থ্য কমপ্লেক্স এর টি এইচ ডা. তানভীর আহম্মেদ সিকাদর বলেন, যারা ডেঙ্গু নিয়ে হাসপাতালে আসছেন তারা ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এসেছেন। হাসপাতালে এসে রোগীরা ডেঙ্গুর কথা শুনে বরিশাল শেবাচিমে ছোটার কারণ কি জানতে চাইলে তিনি বলেন, ডেঙ্গুর চিকিৎসা তেমন কঠিন কিছু নয়। তবে আক্রান্ত রোগীরা আতঙ্কে হাসপাতাল থেকে বরিশালে ছুটছেন।