শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ কলেজে দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের উদ্যোগে ফলজ বৃক্ষ রোপন করা হয়েছে। জলবায়ুর পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলাসহ কলেজ চত্ত্বরে শিক্ষাকালীন সময়ের স্মৃতি সংরক্ষনের অংশ হিসেবে আমলকি এবং বাতাবী লেবুসহ বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপন করা হয়। বুড়িগোয়ালীনি ইউনিয়ন ছাত্রলীগের সমাজ সেবা বিষয়কি সম্পাদক বুলবুল ও তার সহপাঠী রিয়াজ, হানিফ এবং জীবনের উদ্যোগে সোমবার কলেজ ক্যাম্পাসে এসব বৃক্ষ রোপন করা হয়।
এদিকে শিক্ষার্থীদের ইতিবাচক এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে অধ্যক্ষ বিধু¯্রুবা মন্ডল এবং ভারপ্রাপ্ত মোস্তফা আবদুল হামিদ লেখাপড়ার পাশাপাশি এমন সচেতনতামুলক সামাজিক কার্যক্রম শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে।