বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা মহিলাদলের উদ্যোগে রোববার সকাল সাড়ে ১০টায় শহরের দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
যশোর জেলা জাতীয়তাবাদী মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসিনা ইউসুফের নেতৃত্বে ঘন্টা ব্যাপী মানববন্ধনে মহিলা দলের শতাধিক নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি ও মহিলা দলের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে ফরমায়েশি রায়ে সাজা দেয়া হয়েছে। আইনগতভাবে তাকে মুক্ত করার চেষ্টা চালালেও সরকার তাকে মুক্তি দিচ্ছে না। তাই খালেদা জিয়াকে মুক্ত করতে জোরালো আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয় মানববন্ধনে।