গোবিন্দগঞ্জে জমি দখল ও বাড়ী থেকে উচ্ছেদের কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশংকা।আর কত অভিযোগ দিলে প্রতিকার পাওয়া যাবে ? সংখ্যালঘু পরিবারটি খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে। প্রতিকার চেয়ে আবারো সংবাদ সম্মেলন।
২২ সেপ্টেম্বর বিকালে গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলার শিবপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের শ্রী ভবেশ চন্দ্র শীলের পুত্র শ্রী মত্তন চন্দ্র শীল লিখিত বক্তব্য থেকে জানা যায় শ্রী মত্তন চন্দ্র শীলের পিতা শ্রী ভবেশ চন্দ্র শীলের মহাদেবপুর মৌজার ,জেএল নং-২১৮,দাগ নং-৩৫১,৩৫২ ছাড়াও অন্যান্য দাগে ক্রয়সূত্রে ২৫শতাংশ জমি ভোগ দখল করে আসছিলেন।এ জমি নিয়ে ভবেশ চন্দ্র শীলের সাথে একই গ্রামের প্রতিপক্ষ মৃত্যু মনির উদ্দিন শেখের পুত্র সিরাজুল ইসলাম ,মোফাজ্জল হোসেন,তোফাজ্জল হোসেন,জাহিদুল ইসলাম,মোশারফ ও মামুন গংদের সাথে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিল এরা মুলতঃ একটি প্রভাবশালী দলের ছত্রছায়ায় এলাকায় ত্রাস সৃষ্টিকারী। উল্লিখিত সন্ত্রাসীরা জমির কোন কাগজপত্রাদি ছাড়াই নিজ মালিকা দাবী করে বসতবাড়ী সহ জমি জবর দখল করে নিয়েছে এমনকি অবশিষ্ট জমিতেও ঘর নির্মাণ সন্ত্রাসীরা বাঁধা প্রদান করছে। গত ১৬ মে/১৯ ইং তারিখে উল্লিখিত ব্যক্তিরা সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রে সর্জ্জিত হয়ে বসতবাড়ী ভাংচুর সহ মালামাল লুটপাট করে নিয়ে যায়।এমন কি ওই জমিতে ঘড় নির্মান করেছে। বিষয়টি নিয়ে ন্যায় বিচারের আশায় শ্রী ভবেশ চন্দ্র শীল গত ০১-০৯-১৯ইং জেলা প্রশাসক ও জে.এম.শাখায় ১৫-০৯-১৯ ইং,২৯-০৮-১৯ইং,২৯-০৮-১৯ইং পুলিশ সুপার ও ০৪-০৮-১৯ইং গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করেন এবং বিভিন্ন তারিখে পূজা উদযাপন কমিটি ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদে অভিযোগ করেও প্রতিকার না পেয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা করছেন। ভবেশ আরো বলেন আর কত অভিযোগ করলে প্রতিকার পাবো। সংবাদ সম্মেলনে বেশ কয়েকজন ভুক্তভুগি পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।