নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন হয়েছে। “পরিকল্পিত ফল চাষ, জোগাবে পুষ্টিসম্মত খাবার” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।
মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা পুষ্পেন্দু বড়-য়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আলমগীর, উপজেলা প্রকৌশলী শেখ মাহফুজুর হোসাইন প্রমূখ। এ সময় ১৫০জন শিক্ষার্থী, নর-নারী ও কৃষকদের মাঝে উন্নত মানের ফলের চারা বিতরণ করা হয়। ফলদ বৃক্ষ মেলায় বিভিন্ন স্থান থেকে ৭টি নার্সারী মেলায় অংশগ্রহণ করে।