বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রংপুর মহানগরীতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদি মহিলা দল।
রোববার দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে এই মানববন্ধনে অংশ নেন মহিলা দলের নেতাকর্মীরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাবেক এমপি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ- সভানেত্রী ও রংপুর জেলা সভানেত্রী শাহিদার রহমান জোসনা, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এ্যডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি. মহানগর সভানেত্রী আরজানা সালেক, জেলা সাধারণ সম্পাদক শাহীন আখতার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা খালেদা জিয়াকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন।