সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৬ কেজি রুপা গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড (বিজিবি)। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সীমান্তবর্তী সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা এলাকায় উদ্ধারের ঘটনাটি ঘটেছে। মাদরা বিওপি’র বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে-সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদরা বিওপি’র হাবিলদার আবদুল হামিদের নেতৃত্বে মাদরা মাঠ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ কেজি চাঁদি রুপার গহনা উদ্ধার করেন। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।