যৌতুকের দাবিকৃত এক লাখ টাকা পরিশোধ না করায় জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামে রিমা আক্তার (২৭) নামের এক গৃহবধুকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। ঘটনার পর থেকে আত্মগোপন করেছেন রিমার শ্বশুড় পরিবারের লোকজন।
পুলিশ জানায়, মৃত রিমা আক্তার পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার জয়রামপট্টি গ্রামের মৃত বাবুল মিয়ার কন্যা। দীর্ঘ আটবছর পূর্বে শিবপুর গ্রামের মান্নান বেপারীর পুত্র মিজানুর রহমানের সাথে সামাজিকভাবে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের আবু সাঈদ নামের পাঁচ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
রিমার চাচা গোলাম মাওলা জানান, রিমা দেখতে একটু কালো হওয়ায় বিয়ের সময় বর পক্ষের দাবিকৃত যৌতুক দিয়ে রিমাকে বিয়ে দেয়া হয়। এরপর দীর্ঘ আট বছরের সংসার জীবনে মিজান ও তার পরিবারের দাবিকৃত গরু, নগদ টাকাসহ নানান উপঢৌকন দিতে হয়েছে। সর্বশেষ মিজান ও তার পরিবারের সদস্যরা এক লাখ টাকা যৌতুক দাবি করে। কিন্তু তা দিতে অপারগতা জানালে রিমার স্বামী, শশুর-শাশুড়ি, দেবর ও জা প্রায়ই তার (রিমা) ওপর অমানুষিক নির্যাতন করে আসছিলো।
ঘটনাস্থল পরিদর্শন করে উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, বাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় রিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। ওসি আরও জানান, রিমার স্বজনরা পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখার মৌখিক অভিযোগ করেছেন। তাদেরকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়া হয়েছে। ঘটনার পর থেকে রিমার স্বামীসহ শ্বশুড় পরিবারের লোকজন আত্মগোপন করেছে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।