নোয়াখালীর সেনবাগ উপজেলার উত্তর অজুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে স্কুল মাঠে বিদ্যালয় পরিচালা কমিটির সমিতির সভাপতি সেনবাগ পৌরসভার প্যানেল মেয়র-১ সাখাওয়াত হোসেন সেলিমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুর হোসাইন সুমনের পরিচালনায় অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন- সেনবাগ উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার, ইউ.আর.সি ইনস্ট্রাক্টর মোস্তাক আহম্মদ, সহকারি শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন, মোহাম্মদ আলী আজগর, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মুন্সী মহিদুজ্জান, সেনবাগ সরকারি ডিগ্রী কলেজের সাবেক ভিপি আবু নাছের ভিপি দুলাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভপতি আবদুল মতিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবকসহ বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।