সৈয়দপুরে প্রাইভেট কারের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী আহত হয়। এ সময় মটর সাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার মিমাংসা টানতে ১৫ সেপ্টেম্বর শামিম চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠানে বসলে সেখানে উভয়ের মধ্যে তর্ক-বির্তকের একপর্যায়ে হাতাহাতিতে পরিনত হয়। পরবর্তিতে সড়ক দূর্ঘটনাটি ভিন্ন খাতে নিতে আহত মটরসাইকেল আরোহীর বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা দায়ের।
জানা যায়, গত ১২ সেপ্টেম্বর শহরের শিল্প সাহিত্য কমপ্লেক্স এর সামনে ডা: শরীফুল আলম চৌধুরী তার ব্যবহৃত লাল রংয়ের প্রাইভেট কার দিয়ে মটর সাইকেলে ধাক্কা দিলে আহত হয় তুষার ও ইপতি নামের দুজন। ওই সময় উত্তেজিত জনতার সামনে বিষয়টি মিমাংসা ও ক্ষতি পূরনের প্রতিশ্রতি দেয় কার মালিকের ভাই শামিম চৌধুরী। তার কথা মতো এস রহমান এন্টার প্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠানে মিমাংসায় বসলে ক্ষতি পূরনের দাবী নিয়ে উভয়ের মধ্যে শুরু হয় হাতাহাতি। এতে আহত হয় ব্যবসা প্রাতষ্ঠানের মালিক শামীম চৌধুরী ও তার ছেলে আবু হায়াত মো: শামছুর রহমান। পরে এঘটনাটি নিয়ে আহত মটরসাইকেল চালক তুষার, আরোহী ইপতি ও শাওনকে আসামি করে সৈয়দপুর থানায় চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।