কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুরই ইউনিয়নের পাড়াবাজিতপুর পূর্বপাড়া গ্রামের কান্দিরা বন্দের মধ্যে গরু খোজতে গিয়ে পানিতে ডুবে মোঃ ফজলুর রহমান (৭৫) মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তার লাশ রোববার সকালের দিকে কান্দিরা বন্দের পানির মধ্যে ভেসে উঠে। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে বলে নিকলী থানা পুলিশ নিশ্চিত করেন।