জেলার ইসলামপুর উপজেলার পূর্ব কান্দারচর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যৃ খবর পাওয়া গেছে। স্থানীয় এলাকাবাসিরা জানায় গত ২২ সেপ্টেম্বর রোববার সকালে পুর্বকান্দাচর গ্রামের সাইদুর রহমানের মেয়ে সুয়াইয়া(৫)এবং বকসিগঞ্জ উপজেলার পাগলাপাড়া গ্রামের বাসিন্দা আল আমিনের মেয়ে আখিঁ (৫) দুজনে খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের্^ ডোবার পানিতে পড়ে যায়। তাদের বহু খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা সাড়ে ১১ টার দিকে ডোবার পানিতে তাদের মৃতদেহ ভেসে উঠলে নিহতের স্বজনরা মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। সুয়াইয়া ও আখিঁ মামাতো ফুফাতো দুই বোন। আখিঁ দুই দিন আগে তার নানার বাড়িতে বেডাতে এসেছিল। এ ব্যপারে ইসলামপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাটি নিশ্চিত করেছেন।