শেরপুরের নকলার চন্দ্রকোনা ইউনিয়নের রামপুর এলাকার শফিকুল ইসলাম (৫০)। ত্রিশ বছর ধরে তিনি শিলপাটা ধার কাটানোর কাজ করে আসছেন। এতে যা আয় আসে তা দিয়েই চলে তার সংসার।
শফিকুল পাটাতে খোদাই করে ফুটিয়ে তোলেন বিভিন্ন মাছ, ফুল-ফল ও প্রাণির চিত্র। যা যেকোনো মানুষকে আকৃষ্ট করে। কেউ কেউ তাকে চিত্রশিল্পী বলেও ডাকেন। বর্তমানে তিনি নকলা পৌর বাজারের তাপস বণিকের দোকানে চুক্তিতে এই কাজ করছেন। তার সংসারে রয়েছেন মা-বাবা, স্ত্রী ,তিন ছেলে ও এক মেয়ে। শফিকুল বলেন, ১৯৮৯ থেকে এই পেশায় নিয়োজিত রয়েছি। প্রতিদিন ৩৫ থেকে ৪০টি শিলপাটার ধার কাটতে পারি। এতে ৮শ’ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আয় হয়। সারা মাস কাজ না থাকায় মাসিক আয় ১২ থেকে ১৫ হাজার টাকা। তা দিয়েই ছেলেমেয়েদের পড়ালেখার খরচসহ সংসারের অন্যান্য ব্যয় বহন করি।
তিনি আরো বলেন, আয়ের লক্ষ্যে ও কাজের প্রয়োজনে দেশের প্রায় সব জেলা ঘোরার সুযোগ হয়েছে। বিভিন্ন এলাকার অভিজ্ঞতা অর্জন করেছি। মানুষের মুখরোচক খাবার তৈরিতে সহায়তা করলেও আমার জীবনমানের রুচির কোনো প্রকার পরিবর্তন ঘটাতে পারিনি। তবে এতে কোনো দুঃখ নেই, যদি আল্লাহ সুস্থ্য রাখেন এই কাজ করেই বাকি জীবন কাটাবো।
নকলা পৌর এলাকার বাসিন্দা জমিলা বিবি ও জোসনা বেগম জানান, আধুনিকতা ও যান্ত্রিকতার দাপটে গৃহস্থালির আগেকার বিভিন্ন আসবাবপত্রের বিলুপ্তি ঘটলেও শিলপাটা বিলুপ্তির কোনো সুযোগ নেই। প্রতি তিন থেকে চার মাস পরপর শিলপাটা কাটাতে হয়। নাহলে পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদ, আদাসহ মুখরোচক বিভিন্ন মসলা পিষতে কষ্টকর হয়।