আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরধরে শনিবার রাতে এবং সন্ধ্যায় জেলার গৌরনদী উপজেলার বার্থী বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ সময় একটি দোকান ভাংচুরের ঘটনা ঘটে। হামলায় দুইজন আহত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জেরধরে বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদা এবং সদ্য আওয়ামী লীগে যোগদান করা সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মকবুল সরকারের মধ্যে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরধরে শনিবার সন্ধ্যায় ইল্লা বাসস্ট্যান্ডে মকবুল সরকারের সমর্থক সাব্বির হাওলাদারের নেতৃত্বে ১০/১২ জনে ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদার নাতি ইমন ও ভাতিজা হিমেল প্যাদাকে মারধর করে। খবর পেয়ে ইউপি চেয়ারম্যানের সমর্থকরা বার্থী বাজারে মকবুল সরকারের সমর্থক কুদ্দুস বেপারীর দোকানে হামলা চালায়। পরে মকবুলের সমর্থকরা ইউপি চেয়ারম্যানের ওপর চড়াও হয়। একপর্যায়ে উভয় গ্রুপের সমর্থকরা রামদা, চাপাতি, ডেগার ও লাঠিসোটা নিয়ে সন্ধ্যা রাতে বার্থী বাজারে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। খবর পেয়ে তাৎক্ষনিক থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।