তিনকেজি গাঁজাসহ আল আমিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার গভীর রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি বাজার থেকে তাকে আটক করে। আলআমি নেত্রকোনা জেলার বারহা উত্তরপাড়া গ্রামের মৃত. আরোজ আলীর ছেলে।
র্যাব জানায়, শুক্রবার গভীর রাতে চুড়ামনকাটি বাজারে অভিযান চালালে স্কুলব্যাগসহ আল আমিনকে আটক করা হয়। এ সময় স্কুল ব্যাগ থেকে তিনকেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।