যশোর সদর উপজেলার রাজারহাট বাজারের অগ্রণী ব্যাংক ডাকাতি মামলায় ৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে সিআইডি পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দেন সিআইডির তদন্তকারী কর্মকর্তা এসআই দীন মোহাম্মদ ঠাকুর।
অভিযুক্তরা হলো যশোর সদরের রামনগর গ্রামের আবদুল গফ্ফার ওরফে গফুর ও ছেলে হোসেন আলী সরদার, হবিগঞ্জের বনিয়াচং থারার মন্দরী গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে আবদুল মতিন ওরফে নাঈম, বরগুনার আমতলী থানার কলাগাছিয়া গ্রামের আবদুল আজিজ ঘরামীর ছেলে গোলাম মোস্তফা ও পটুয়াখালির মির্জাগঞ্জ থানার শ্রীনগর গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে রুহুল আমিন বাবু।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ১৭ সেপ্টম্বর দিবাগত রাতে রাজারহাট বাজারের অগ্রণী ব্যাংকের জানালার গ্রীল কেটে একদল ডাকাত ভিতরে প্রবেশ করে। এরপর ডাকাতরা অস্ত্রের মুখে দুই নৈশ প্রহরীকে মারপিট করে বেধে রাখে। গ্যাস কার্টার দিয়ে ডাকাতরা ব্যাংকের ভল্ট কেটে ২১ লাখ ৮ হাজার ৭০৯টাকা, ১৩ হাজার ৩০০ টাকার প্রাইজ বন্ড, ৫ রাউন্ড বন্দুকের গুলি ও সিসি টিভির যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে পরদিন ব্যাংকের ব্যবস্থাপক নারায়ন চন্দ্র পাল অপরিচিত ১০/১২ জনকে আসামি করে কোতয়ালি মডেল থানা একটি ডাকাতি মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে সিআইডি পুলিশ তদন্তের দায়িত্ব পায়। এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও স্বাক্ষীদের বক্তব্যে ডাকাতির সাথে জড়িত থাকায় ওই ৫ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় বিভিন্ন সময়ে আটক বিশ্বজিৎ রায়, সাইদুল ইসলাম, আবদুস সবুর হাওলাদার, হাবিবুর রহমান, শাহারুল ইসলাম বাপ্পী, মিজানুর রহমান হাওলাদার, রুহুল আমিন, ইজ্জাত আলী, বাবুল শরীফ, নুর ইসলাম ব্যাপারী, শাহ আলীম, মামুন ওরফে মিন্টু, ফারুক হোসেন, শাহিদুল ইসলাম, শামীনুর রহমান, মাহাবুবুর রহমান, খলিলুর রহমান ও মাসুদ শেখের অব্যহতির আবেদন করা হয়েছে। চার্জশিটে অভিযুক্ত সকলকে আটক দেখানো হয়েছে।