আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) কচুয়া রফিকুল ইসলাম পান্নার বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুল্যা ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আবু সাইদ ঢালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলগের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কমিটির আহ্বায়ক ও উপজেলা আ.লীগ সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা। বিশেষ অতিথি ছিলেন, আ.লীগ সহ-সভাপতি ও কমিটির সদস্য এড. জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক ও কমিটির সদস্য চেয়ারম্যান আলহাজ¦ শাহ নেওয়াজ ডালিম, সাংগঠনিক সম্পাদক ও সদস্য আবদুস সামাদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ও সদস্য বিমল কৃষ্ণ সানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সদস্য জগদীশ সানা। সভায় উপজেলা নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আবদুল বাছেত আল হারুন চৌধুরী, কার্যকরী সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, হুমায়ুন কবির মন্টু, ইউনিয়নের সকল ওয়ার্ড আ.লীগ সভাপতি ও সেক্রেটারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রত্যেক ওয়ার্ড হতে ১৫০ থেকে ২০০ জন করে নতুন সদস্য সংগ্রহ করা, ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সভাপতি, সেক্রেটারী ও হুমায়ুন কবির মন্টু, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সভাপতি, সেক্রেটারী ও সাজ্জাদুল হক টিটল এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সভাপতি, সেক্রেটারী ও হুমায়ুন কবির মন্টু দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।