আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের গাজীপুর গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতে বিষ প্রয়োগের ঘটনা ঘটে।
গাজীপুর গ্রামের মৃত অজেদ আলি গাজীর পুত্র ডাঃ আবদুর রউফ তার বাড়ির সামনের পুকুরে বিভিন্ন মাছ চাষ করেছেন। শুক্রবার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করলে মাছ মারা যায়। তারা সকালে উঠে দেখেন পুকুরের মাছ মরে ভাসছে বা মরে ডুবে আছে। তিনি এবছর ৪০ হাজার টাকার ছাটি ও গলদা মাছ পুকুরে ছেড়ে ছিলেন। মৃত মাছের বর্তমান মূল্য ২ লক্ষাধিক টাকা বলে ধারনা করা হচ্ছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের করা হয়নি।