আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে গোয়ালঘর হতে গরু চুরির ঘটনা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। শুক্রবার দিবাগত রাতে আবারো ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। এনিয়ে এক মাসে ৩১টি গরু চুরির ঘটনা ঘটলো।
শুক্রবার সন্ধ্যায় দাঁদপুর গ্রামের মৃত নির্মল চন্দ্র মিত্রের পুত্র সত্যরঞ্জন মিত্র ওরফে সতু ডাক্তার তাদের গোয়ালে ৪টি গরু উঠিয়ে দরজা আটকে রাখেন। গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা গোয়ালঘর হতে ৪টি গরু চুরি করে নিয়ে যায়। শনিবার সকালে গোয়ালে গিয়ে দেখা যায় গরু চুরি হয়ে গেছে।
এর আগে কাদাকাটি, কুল্যা ও খাজরা ইউনিয়ন হতে ২৭ টি গরু চুরি হয়েছে। গরু চুরি করতে গেলে ইঞ্জিন ভ্যান বা পিকআপ বা ট্রাকে করে নিতে হয়। রাতের বেলা চোরাই গরু নিয়ে যানবাহন কিভাবে নিরাপদে এলাকা ত্যাগ করছে সচেতন মহল ভেবে পাচ্ছেনা। বিষয়টি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। কিন্তু চোর আটক বা চোরাই গরু উদ্ধার সম্ভব হয়নি।