কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাস বিষয়ক সচেতনতা সেশন বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান। নবযাত্রা প্রকল্পের উপজেলা ম্যানেজার খালিদ মাহমুদ এবং ফিল্ড কর্মকর্তা আঞ্জুমান আরার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য সামছুর রহমান, আবদুল খালেক, নবযাত্রা প্রকল্পের টেকনিক্যাল কর্মকর্তা এমআইটি শাহানাজ পারভীন, ডিআরআর টেকনিক্যাল কর্মকর্তা সজল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ফিল্ড ফ্যাসিলিটেটর পূর্নিমা বৈরাগী।
অনুষ্ঠানে বক্তারা দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনাসহ শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।