কালিগঞ্জে বিজিবি’র অভিযানে ২৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত মাদক কারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুইলপুর বিওপি’র নায়েক সুবেদার শাখায়াত হোসেন মোল্লার নেতৃত্বে বিজিবি সদস্যরা ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর স্লুইচ গেট এলাকায় টহল দিচ্ছিল। এ সময় শুইলপুর স্লুইচ গেট এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ওই ব্যাগের ভিতর থেকে ২৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে কালিগঞ্জ থানায় একজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২৩)।