জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আটক মাদক ব্যবসায়ী আছমা আক্তারকে (৩৫) শনিবার (২১ সেপ্টেম্বর ) বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির (ওসি) মো. মোখলেছুর রহমান।
শেরপুর জেলা শহরের নবীনগর আন্তঃজেলা বাসটার্মিনাল এলাকা থেকে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। সে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মৌলভীচর ৪নং পাড়ার শাহজামালের স্ত্রী।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা ডিবির (ওসি) মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) নুরুল হুদা, এএসআই রেজাউল ও ইউসুফ আলী সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার সন্ধ্যায় নবীনগর আন্তঃজেলা বাসটার্মিনালে অভিযান চালায়। এ সময় ঢাকার গাজীপুর থেকে শেরপুর আসা বাসযাত্রী আছমা আক্তারকে ডিবির দল চ্যালেঞ্জ করে। পরে তার ভ্যানিটি ব্যাগ তল্লাশী করে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবি পুলিশের কাছে আছমা স্বীকারোক্তিতে জানায়, এক মাদক ব্যবসায়ী এই ইয়াবা ট্যাবলেটগুলো তার মাধ্যমে শেরপুর শহরের নবীনগর এলাকায় পৌছে দেয়ার জন্য তাকে পাঠিয়েছিল।
ডিবির (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় শেরপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।