৮৬ যশোর-২ ঝিকরগাছা-চৌগাছা আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তি যোদ্ধা মেজর জেনারেল (অঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন বলেছেন। আগামি প্রজন্মকে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন তথা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। সে জন্য বিশেষ দিবসগুলি ছাড়াও বিভিন্ন কর্মসূচীতে কোমল মতি শিশূদের চিত্রাংকন ,কবিতা আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতার আযোজন করতে হবে। বিভিন্ন প্রতিযোগিতার মধ্যদিয়ে আগামি প্রজন্মকে বাংলার সঠিক ইতিহাস জানাতে হবে এ সকল কর্মসূচীর মধ্যদিয়েই আগামি প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ বেড়ে যাবে। প্রজন্মের মধ্যেদেশাত্মবোধ বেড়ে বেড়ে যাওয়াই দেশ ও জাতির কল্যাণ বয়ে আনা। সে কারণে দলের সকল স্তরের নেতাকে এ ধরনের কর্মসূচি পালনের মধ্য দিয়ে দলীয় কর্মকা- বৃদ্ধি করে সংগঠনকে শক্তিশালি করতে হবে। শনিবার বিকাল ৩টায় গংগানন্দ পুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের তিনি এসব কথা বলেন।গংগানন্দ পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জব্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেলিম রেজা উপজেলা ভাইস চেয়ারম্যান,প্রভাষক লুবনা তাক্ষী উপজেলা ভাইস চেয়ারম্যান, সুমী মজুমদার উপজেলা নির্বাহী অফিসার,আব্দুর রাজ্জাক কর্মকর্তা ইনচার্জ ঝিকরগাছা থানা,এ এস এম জিল্লুর রশীদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,আমিনুর রহমান আমিন গংগানন্দ পুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক ইউ পি চেয়ারম্যান,আব্দুর রাজ্জাক ইউ পি চেয়ারম্যান মাগুরা,নওশের আলি ইউ পি চেয়ারম্যান পানিসারা, অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস, গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ, সহকারি প্রধান শিক্ষক রেজাউল হক, প্রভাষক মহসিন হোসেন পাশাপোল ডিগ্রী কলেজ,মামুন হোসেন সভাপতি গংগানন্দ পুর ইউ পি ছাত্রলীগ,জাকির হোসেন আ'লীগ নেতা,মোজাফফার হোসেন সহকারি শিক্ষক বেংদাহ মাধ্যমিক বিদ্যালয়,উত্তম কুমার দাস প্রধান শিক্ষক বালিয়া গৌরসূটী মাধ্যমিক বিদ্যালয়,উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম টপি,বাবলুর রহমান খলসী বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি,ছুটিপুর বাজার কমিটির সভাপতি ও সাবেক ইউ পি সদস্য হায়দার আলিসহ এলাকার সকল বিদ্যাপীঠের শিক্ষক/শিক্ষকা ছাত্র/ছাত্রী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দুরা।অনুষ্টান পরিচালনা করেন তরিকুল ইসলাম সহকারি শিক্ষক গংগানন্দ পুর মাধ্যমিক বিদ্যালয়