তথ্য প্রযুক্তিগত সরকারের সেবা জনগনের কাছে পৌঁছে দিতে নোয়াখালী জেলা পুলিশের ওয়েব সাইট শনিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।
এ সময় তিনি বলেন, তথ্য প্রযুক্তিগত সরকারের সব ধরনের সেবা এ ওয়েব সাইট থেকে পাওয়া যাবে। জনগন এখন কষ্ট করে পুলিশ কার্যালয়ে না এসে ওয়েব সাইট ব্যবহার করে তাদের যে কোন তথ্য ও মতামত পুলিশকে জানাতে পারবে ও প্রতিকার লাভ করবে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো আবদুর রহীম, ট্রাফিক ইন্সপেক্টর সাখাওয়াত হোসেন, সদর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ নবীর হোসেন, ইন্সপেক্টর প্রশাসন ও অর্থ জয় দেব গোপাল নাথ, জেলা বিশেষ শাখার ইন্সপেক্টর আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক ( ক্রাইম) শামছুজ্জামান।