মোল্লাহাটে পুলিশের বিরুদ্ধে মহা সড়কে যানবাহণ থেকে প্রকাশ্যে টাকা আদায় করার ফলে মর্মান্তিক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী দুই যুবকের মাঝে একজনের মৃত্যু ও অপরজন গুরুতর আহত হযেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোল্লাহাট উপজেলাধীন খুলনা-মাওয়া মহা সড়কে কেন্দুয়া জোড়াব্রীজের নিকট শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন খুলনা জেলার মহেশ্বরপাশা এলাকার কেরামত আলীর ছেলে ও আহত আল আমিনের বাড়ি ঢাকার মিরপুরে।
গাওলা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবীর জানান-মহা-সড়কের দূর্ঘটনা প্রবন এলাকায় প্রায় প্রতিদিন যান-বাহণ ঠেকিয়ে টাকা আদায় করে হাই-ওয়ে এবং ট্রাফিক পুলিশ। ঘটনার বেশ কিছুক্ষণ আগে থেকে ট্রাফিক পুলিশের কর্মকর্তা আশরাফ ও নুরুজ্জামানসহ কয়েক সদস্য যান-বাহণ ঠেকিয়ে টাকা আদায় করছিলেন। ওই ঘটনায় রাস্তার দু’পাশে প্রায় শ’খানেক গাড়ীর জট হয়। তখন খুলনাগামী একটি মটরসাইকেল দাঁড়িয়ে রাখা একটি পিকআপের পেছনে সজোরে লেগে যায়। এ ঘটনায় মটরসাইকেল আরোহী দুই যুবকের মাঝে আলাউদ্দিন’র মৃত্যু ও আল আমীন গুরুতর আহত হয়। ওই চেয়ারম্যানসহ প্রত্যক্ষদর্শিরা আরো জানান-হতাহতের এ ঘটনায় পিকআপটিকে দ্রুত সরিয়ে দেয় পুলিশ।
এ বিষয়ে হাইওয়ে থানার ওসি কেবল দুর্ঘটনার কথা স্বিকার করে বলেন-তাদের কেউ ওই স্থানে ছিলেন না।
বাগেরহাট টিআই মামুনুর রশীদ জানান-পূজার ডিউটি/পরিবহণ কাজের জন্য ৭০টি নছিমোন রিকুইজিশন করতে তাদের অপর দুইজন কর্মকর্তা টিআই আশরাফ ও টিআই নুরুজ্জামানসহ কয়েক সদস্য ওই এলাকায় গেছিলেন। তখন রিকুইজিশন স্থান থেকে অন্তত দুইশ গজ দুরে দুর্ঘটনা ঘটে।