দিনাজপুরে পরিবর্তন চাই এর উদ্যোগে ছয়টি সামাজিক সংগঠনের অংশগ্রহণে ‘দেশটাকে পরিস্কার করি দিবস’ পালন করেছে।
ঐতিহ্যবাহী গোর-এ-শহীদ বড় ময়দান পরিস্কার করণ কার্যক্রমের শুরুতে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মাহফুজুল আলম শপথ বাক্য পাঠ করান।
শনিবার সকাল ১০টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে ৬টি সংগঠনের শতাধিক সেচ্ছাসেবক পরিস্কার করণ অভিযানে অংশ নেয়।
সংগঠনগুলো হলো-আলোর পথে জাগো দিনাজপুর, দিনাজপুর ম্যাথ ক্লাব, দিনাজপুর আইটি সুলেশন, দিনাজপুর আইটি ভিশন, কালেরকন্ঠ শুভ সংঘ দিনাজপুর ও সরকারি কলেজ শাখা।
আলোর পথে জাগো দিনাজপুরের সমন্বয়ক মো: মোসাদ্দেক হোসেন জানান, এ পরিস্কারকরন কার্যক্রমে পরিবেশ রক্ষা এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগ-বালাই থেকে রক্ষায় সামাজিক সচেতনতা সৃষ্টিতে ভুমিকা রাখে।
দিনাজপুরে পরিবর্তন চাই-এর দিনাজপুরের আহ্বায়ক নাহিদা পারভিন জানান, এবছর শতাধিক সেচ্ছাসেবক নিয়ে ছয়টি গ্রুপ অংশগ্রহণ করে। এতে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মল্লিনা আফরোজ মুনমুন এবং সোহানা আক্তার সাথীসহ পথচারীরাও অংশ নেয়। এই আয়োজনে জনসেচতনতা সৃষ্টি এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে উৎসাহিত করেছি।
অন্যান্যদের মধ্যে অংশ নেন দিনাজপুর ম্যাথক্লাবে সভাপতি মোহাম্মদ আলী খন্দকার, দিনাজপুর আইটি সুলেশনের কর্ণধার নহিদা পারভিন, আলোর পথে জাগো দিনাজপুরের সমন্বয়ক মো: মোসাদ্দেক হোসেন, ডিআইএসটি পলিটেকনিক ইনষ্টিটউেটর শিক্ষক সোহেল রানা, কালেরকন্ঠ শুভ সংঘের দিনাজপুর সভাপতি রাসেল ইসলাম ও দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি মো: রশিদুল ইসলামের নেতৃত্বে শতাধিক সেচ্ছাসেবক।