সিরাজগঞ্জের রায়গঞ্জে গত বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা অডেটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশ গ্রহণে মান সম্মত শিক্ষা অর্জনে করনীয় শীর্ষক মতবিনিময় সভায় দুপুরের খাবারে হাজী নান্না বিরানী খেয়ে খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে শিক্ষক, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিসহ শতাধীক। খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে নর্থ বেঙ্গল মেডিকেল হাসপাতলে ভর্তি হয়েছে মৌহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম। এই খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি.এম কামরুজ্জামান লাবু, সহ-সভাপতি ও মাই-টিভির জেলা প্রতিনিধি এইচ.এম মোনায়েম খান, রায়গঞ্জ থানার ডিএসবি সাকোয়াত হোসেন সহ প্রায় শতাধিক শিক্ষক। খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে আরো ৫০/৬০ জন উন্নত চিকিৎসার জন্যে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল, সিরাজগঞ্জ সদর হাসপাতাল, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাত ভর্তি হয়েছে। এ বিষয়ে রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি.এম কামরুজ্জামান লাবুর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান হাজী নান্না বিরানী খেয়ে খাদ্য বিষক্রিয়ায় তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলেন ৩ জন সহকারি প্রাথমিক শিক্ষা অফিসারসহ কতিপয় সহকারি শিক্ষক হাজী নান্না বিরনী, ষ্টেশন রোড, সিরাজগঞ্জ থেকে এইসব ভোজাল যুক্ত নি¤œ মানের খাবার অনুষ্ঠানে সরবরাহ করে এবং অনুষ্ঠানে বিতরণ করে। যার কারণে আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও শিক্ষকরা আজ খাদ্য বিষক্রিয়ায় ভুগতেছে। এর দায়ভার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কেই নিতে হবে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীমুর রহমানের সাথে কথা হলে তিনিও ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এবং তিনি বলেন বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে।