রংপুরের পীরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ অবসর গ্রহনের পর নিয়ম বর্হিভূতভাবে উপাধ্যক্ষকে দায়িত্ব না দিয়ে একজন সহকারি অধ্যাপককে দায়িত্ব দেওয়ার দীর্ঘদিন পর উপাধ্যক্ষকে দায়িত্ব প্রদানের জন্য ৫ দিনের সময় দিয়ে চিঠি দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কিন্তু চিঠি প্রাপ্তির ৩ দিন পেরিয়ে গেলেও দায়িত্ব বুঝে দেননি বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মোনয়েম। দায়িত্ব প্রদানে তিনি গড়িমশি করছেন বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, পীরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ আসাদুল ইসলাম গত ২১ মে ২০১১ তারিখে অবসরে যাওয়ায় উপাধ্যক্ষ মোঃ মোত্তালিব মিয়াকে দায়িত্ব না দিয়ে নিয়ম বর্হিভূতভাবে সহকারি অধ্যাপক আবদুল মোনয়েমকে দায়িত্ব প্রদান করা হয়। এরপর উপাধ্যক্ষ মোঃ মোত্তালিব মিয়া গত ২৫ জুলাই ২০১৯ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে একটি আবেদন করেন। এর প্রেক্ষিতে গত ১৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ-৩ এর সহকারি পরিচালক আবদুল কাদের স্বাক্ষরিত ৫ কর্মদিবসের মধ্যে উপাধ্যক্ষ মোঃ মোত্তালিব মিয়াকে দায়িত্ব প্রদানের জন্য নির্দেশ দেন। কিন্তু চিঠি প্রাপ্তির ৩ কর্মদিবস পেরিয়ে গেলেও এখনো দায়িত্ব বুঝে দেয়া হয়নি।
এ ব্যাপারে অধ্যক্ষ আবদুল মোনয়েম বলেন, হিসাব-নিকাশ করে ২/১ দিনের মধ্যে দায়িত্ব বুঝে দেয়া হবে।