চাকুরীর বয়স সাত বছর। কিন্তু ছয় বছর ধরে মাদ্রাসায় যান না পাওটানা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারি মৌলভী শিক্ষক মোছাঃ আয়শা সিদ্দিকা। তার বদলে নামমাত্র টাকায় ভাড়াটিয়া শিক্ষক দিয়ে চলছে পাঠদান। দীর্ঘ ৬ বছর ধরে এ অবস্থা চলে আসলেও কোন রকম ব্যবস্থা নেয়নি মাদ্রাসাটির অধ্যক্ষ কিংবা পরিচালনা পরিষদ। ফলে ওই শিক্ষক অনায়াসেই বেতন-ভাতা তুলছেন। এছাড়াও মাদ্রাসাটির অধ্যক্ষের বিরুদ্ধে কোচিং বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
প্রাপ্ত অভিযোগ ও অনুসন্ধানে জানা যায়, পীরগাছা উপজেলা পাওটানা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ২০১২ সালে সহকারি মৌলভী শিক্ষক পদে নিয়োগ পান একই এলাকার মোছাঃ আয়শা সিদ্দিকা। তিনি যোগদানের পর মাত্র এক বছর মাদ্রাসায় পাঠদান করে অসুস্থ্যজনিত কারণ দেখিয়ে কিছুদিন ছুটি ভোগ করেন। এরপর তিনি মাদ্রাসা পরিচালনা কমিটি ও অধ্যক্ষের সাথে যোগসাজসে তার পরিবর্তে একজন ভাড়াটিয়া (প্রক্সি) শিক্ষক মাওলানা সিারজুল ইসলামকে নামমাত্র বেতনে পাঠদানে নিযুক্ত করেন। ওই শিক্ষক মোছাঃ আয়শা সিদ্দিকা দীর্ঘদিনেও মাদ্রাসায় না আসায় মাদ্রাসার পক্ষ থেকে বেশ কয়েক বার কারণ দর্শানো নোর্টিশ দেয়া হলেও তিনি কর্ণপাত করেননি। একেক সময় একেক কাগজপত্র দেখিয়ে প্রভাবখাটিয়ে পাশ কেটে গেছেন। তবে তিনি মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ আবুল হাশেম সিদ্দিকী ও পরিচালনা কমিটির কতিপয় সদস্যকে ম্যানেজ করে মাদ্রাসায় না গিয়েও রয়েছেন বহাল তবিয়তে। এছাড়াও মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাশেম সিদ্দিকী ও পরিচালনা কমিটির সদস্যরা মাদ্রাসার রুম, আসবাবপত্র, বিদ্যুৎ ব্যবহার করে দীর্ঘদিন ধরে কোচিং বাণিজ্য করে আসছেন। এতে মাদ্রাসার ও বহিরাগত কয়েকজন শিক্ষক জড়িত বলে জানা গেছে। ওই কোচিং থেকে প্রতি মাসে আয় করা টাকা ভাগবাটোয়া করে নেয়া হয়। ফলে মাদ্রাসার অন্য শিক্ষক ও সচেতন অভিভাবকদের মাঝে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মৌলভী শিক্ষক মোছাঃ আয়শা সিদ্দিকা বলেন, আমি সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়েছি। চলাফেরা করতে পারি না। আমার পরিবর্তে একজন (প্রক্সি) শিক্ষক দেয়া হয়েছে।
এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাশেম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ শিক্ষক নিয়োগের সময় আমি ছিলাম না। আমি যোগদানের পর বিষয়টি জেনে কয়েক দফা নোর্টিশ দিয়েছি। কিন্তু ওই শিক্ষক বার বার বিভিন্ন অযুহাত দেখিয়ে সময় পার করছেন।