রংপুরের পীরগাছা উপজেলা হাজী কল্যাণ সংস্থার উদ্যোগে শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হাজী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হাজী কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ আবদুল ওয়াহেদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হাজী সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শাহ মাহবুবার রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আফছার আলী, পীরগাছা বণিক সমিতির সভাপতি আলহাজ¦ আমিনুল ইসলাম রাঙা, পীরগাছা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ মোস্তাফিজার রহমান রেজা, হাজী কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক আলহাজ¦ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুজ্জাহের সরকার প্রমুখ। সমাবেশে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে প্রায় এক হাজার নারী ও পুরষ হাজী অংশ নেন।