নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদ নয় বরাদ্দের দাবিতে অধিকার নামক সংগঠনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচিতে শহরের হাজার হাজার নারী পুরুষ অংশ নেয়। এ সময় ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধনে শামিল হয়। এক যোগে শহরের প্রেস ক্লাব সংলগ্ন স্মৃতি অম্লান চত্ত্বর, পোষ্ট অফিস মোড়, পাঁচমাথা মোড়, মদিনা মোড়, বঙ্গবন্ধু স্মরণী, বিমানবন্দর রোড, বঙ্গবন্ধু সড়ক, সাহেবপাড়া, মিস্ত্রিপাড়াসহ গোটা শহরের প্রধান প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খোরাক হোটেলের সামনে স্থাপিত অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, বোতলাগাড়ী ইউপি আ.লীগের সভাপতি আবদুল হাফিজ হাপ্পু, জাতীয় শ্রমিক পার্টির নেতা আবদুর রশীদ, বিএনপি নেতা আবদুল খালেক, সৈয়দপুর পৌরভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, যুবদলের সভাপতি শামসুল আলম প্রমুখ। সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও রেলভূমিতে বসবাসকারীদের সংগঠন ‘অধিকার’ এর সভাপতি মো. মোখছেদুল মোমিন তার বক্তব্যে বলেন, আজকের এ মানববন্ধন সৈয়দপুরের ইতিহাসে একটি বিরল ঘটনা। এতগুলো মানুষের উপস্থিতি জানিয়ে দেয় তারা রেলওয়ের ভূমি থেকে উচ্ছেদ নয়, বরাদ্দ কিংবা বন্দোবস্ত চায়। মাননীয় প্রধানমন্ত্রী যদি মিয়ানমারের ১১ লাখ রোহিঙ্গাকে থাকার জায়গা দিতে পারেন তাহলে সৈয়দপুরে রেলভূমিতে বসবাসকারী ১ লাখ মানুষকেও তিনি থাকার জায়গা করে দিবেন। আমাদের দাবী মানা না হলে আগামীতে শান্তিপূর্ণভাবে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে।