কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে একদিনের জন্য সকল ছাত্র সংগঠনের সভা-সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রক্টর (ভারপ্রাপ্ত) ড.আনিছুর রহমান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।শনিবার ইবি শাখা ছাত্রলীগ এবং বিদ্রোহী গ্রুপের কর্মীরা একই সময় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্ভূত পরিস্থিতে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে। একই সঙ্গে সকল শিক্ষার্থীকে আইডি কার্ড বহনের নির্দেশ দেয়া হয়। মিছিল-সমাবেশ নিষিদ্ধ করায় পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত করেছে ছাত্রলীগের উভয় গ্রুপ।ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেয়ার প্রতিবাদে শনিবার ক্যাম্পাসে ইবি ছাত্রলীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশের কথা ছিল। মিছিলের পূর্বপ্রস্তুতি নিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সাবেক ছাত্রলীগ নেতা ও বহিরাগতদের নিয়ে ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় বিদ্রোহীরা অস্ত্র নিয়ে ধাওয়া দিয়ে তাকে ক্যাম্পাস থেকে বের করে দেন।শনিবার একই দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় বিদ্রোহী গ্রুপ। এতে ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করায় রাতেই ছাত্র উপদেষ্টা ও সাবেক ভারপ্রাপ্ত প্রক্টর শনিবার এক দিনের জন্য ক্যাম্পাসে মিছিল সমাবেশ নিষিদ্ধ করেন।আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে ক্যাম্পাসে কুষ্টিয়া ও ইবি থানা পুলিশের টহল অব্যাহ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘সকলের সহযোগিতায় ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। আমি আজই (শনিবার)প্রক্টর হিসেবে যোগদান করেছি। আশা করছি সকলের সহযোগিতায় আগামি সাত দিনের মধ্যে ক্যাম্পাসকে অছাত্র ও মাদকমুক্ত করব। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।