হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ উপজেলার বাসিন্দা উখিয়ায় কর্মরত ব্র্যাক এনজিও’র আইন বিষয়ক কর্মী মোঃ মাজাহারুল ইসলাম মিলনের হত্যাকারী আলাউদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার দুপুরে প্রায় ১ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ নুরিয়াস সাঈদ সরকার, প্রভাষক জিয়াউর রহমান জিয়া, নিহতের পিতা মোঃ আবদুস সাত্তার প্রমূখ। বক্তাগণ তাদের বক্তব্যে খুনি আলাউদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
এব্যাপারে কক্সবাজার জেলার উখিয়া থানার কর্মকর্তা ইনচার্জ আবুল মোহাম্মদ মনসুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, হত্যাকারী আলাউদ্দিনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি ,তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ যে, বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ আবদুস সাত্তারের ছেলে ও কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় কর্মরত ব্র্যাক এনজিও’র আইন বিষয়ক কর্মী মোঃ মাজাহারুল ইসলাম মিলন (৩৫) কে বৃহস্পতিবার রাত ৮টায় উখিয়া উপজেলার মরিচ্যা এলাকায় আলাউদ্দিনের নৃসংশ ছুরিকাঘাতে মোঃ মাজাহারুল ইসলাম মিলন মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।