বাংলাদেশ ইসলামি আন্দোলন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সকল অঙ্গ সংগঠনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২০সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ইসলামি আন্দোলন বাংলাদেশ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি আকরাম হোসেন রাজুর সভাপতিত্বে ও যুব আন্দোলনের সভাপতি মাছউদুর রহমানের সঞ্চালনায় গোবিন্দগঞ্জ এ আর কমিউনিটি সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ন-আহবায়ক আলহাজ¦ আবদুল হক আজাদ। তিনি তার বক্তব্যে বলেন ইসলামি আন্দোলনের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের আত্মশুদ্ধির সাথে সাথে সমাজ সেবায় আরো বেশি নিয়োজিত হতে হবে, সংগঠনকে গণমানুষের আস্থার স্থান হিসেবে পরিচিত করতে হবে। যেখানেই মানুষ নির্যাতিত নিপিড়ীত হচ্ছে সেখানেই তাদেরকে সহায়তা প্রদানে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। অসহায় দুঃখি মানুষের দ্বারে দ্বারে গিয়ে খেদমত করতে হবে সমাজের অন্যায় অনাচারের বিরুদ্ধে রুকে দাড়াতে হবে। তাহলেই মানুষ ইসলামি আন্দোলনের পতাকা তলে এসে ঠাঁই নেবে।
সম্মেলনে হাকিম আকরাম হোসেন রাজুকে সভাপতি,রোকোনুজ্জামান লাবলুকে সহ সভাপতি,আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ইসলামি আন্দোলন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার ও যুব আন্দোলনের মাছউদুর রহমান সভাপতি, আশরাফ আলি সহ সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক এবং করে যুব কমিটি এবং আঃ আজিজকে সভাপতি, ছায়দারকে সহ সভাপতি,মুক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করে শ্রমিক আন্দোলন ও আঃ আলিমকে সভাপতি, সাধীন সহ সভাপতি ও ফাহিমুল ইসলাম গাজীকে সাধারণ সম্পাদক করে ছাত্র আন্দোলন কমিটি গঠন করা হয়।
এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক হাফেজ মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন ও কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য, বীরমুক্তিযোদ্ধা মুত্তালিব মুন্সি, অলিউল্লাহ বিন আনোয়ার প্রমূখ।