গাইবন্ধার গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চবিদ্যালয়ের ১৭ ও ১৮ সালের জে.এস.সি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০ টায় গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৭ ও ১৮ সালের জে.এস.সি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফি’র সভাপতিত্বে ওই সংবর্ধনা ও মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা রোর্ডের চেয়ারম্যানপ্রফেসর আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা রোর্ডের সচিব আমিনুল হক সরকার, পরিদর্শক আবু হেনা মোস্তফা কামাল। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বছির আহম্মেদ, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসান হাবিব প্রিন্স, সরকারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোকারম হোসেন রানা, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ সরকার, সাবেক প্রধান শিক্ষক গুলশান আরা বেগম, এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আকন্দ বুল বুল, পৌর কাউন্সিলার শাহিন আকন্দ, উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক ফরহাদ আলী আকন্দ প্রমূখ। এ ছাড়াও অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুকিতুর রহমান রাফির নিজস্ব তহবিল থেকে -বঙ্গবন্ধু রৌপ্য পদক ও মেডেল প্রদান করেন অতিথি বৃন্দ।